এক দশক পর মিসর-তুরস্কের কূটনৈতিক সম্পর্ক স্থাপন

এক দশক পর নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মিসর ও তুরস্ক। দুই দেশ তাদের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। দুই দেশের মানুষের স্বার্থে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যৌথ ঘোষণা দিয়েছে তারা।  খবর এএফপির।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এরপর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও আর্থিক সম্পর্ক দ্রুত বাড়বে।

২০১৩ সালে মিসরের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি দেশের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। সেই সময় মুরসির সরকারের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল।

তুরস্ক সে সময় মুরসি ও তার মুসলিম ব্রাদারহুড গ্রুপকে সমর্থন করেছিল। কিন্তু মিসর তখন সংগঠনটিকে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করে। এরপর মিসর তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। কূটনৈতিক সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার পর্যায়ে নামিয়ে আনে।

এক বছর পর আল-সিসি মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তারপর থেকে তিনি ওই পদে আছেন। এরপর লিবিয়ায় দুই দেশ বিপক্ষ শিবিরকে সমর্থন করেছিল।

২০২১ সাল থেকে অবস্থার পরিবর্তন হতে থাকে। ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপের সময় আল-সিসি ও এরদোয়ান হাত মেলান। এবার পুরোদস্তুর কূটনৈতিক সম্পর্কও চালু হলো।

এ জাতীয় আরো সংবাদ

পবিত্র ওমরা পালন করলেন ইবিট লিও

নূর নিউজ

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী এমিনি এরদোগান

আনসারুল হক

গণকমিশনের বিরুদ্ধে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বরাবর প্রবাসী আলেমদের স্মারকলিপি

নূর নিউজ