একটি ভুল বিশ্বাস : কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি আঙুল পচে যায়?

কারো কবর দেখাতে গিয়ে যদি কেউ আঙুল দিয়ে ইশারা করে দেখায় যে, ঐটা অমুকের কবর তাহলে কিছু মানুষকে বলতে শোনা যায়- কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করতে নেই, আঙুল পচে যাবে।

এটি একটি ভুল বিশ্বাস, যা অজ্ঞতাবশত মানুষ বলে থাকে। এর কোনো ভিত্তি নেই। এ ধারণা বর্জন করা উচিত।

উৎস, মাসিক আলকাউসার।

এ জাতীয় আরো সংবাদ

মাহফিল, বিয়ে-বিনোদনের মাইক নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নূর নিউজ

‘দাওয়াতি চেতনায় উজ্জীবিত না হলে আকীদা রক্ষা অসম্ভব’

আনসারুল হক

কেউ মারা গেলে নিকটাত্মীয়দের যা করা জরুরি

নূর নিউজ