একটি ভুল বিশ্বাস : কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করলে কি আঙুল পচে যায়?

কারো কবর দেখাতে গিয়ে যদি কেউ আঙুল দিয়ে ইশারা করে দেখায় যে, ঐটা অমুকের কবর তাহলে কিছু মানুষকে বলতে শোনা যায়- কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করতে নেই, আঙুল পচে যাবে।

এটি একটি ভুল বিশ্বাস, যা অজ্ঞতাবশত মানুষ বলে থাকে। এর কোনো ভিত্তি নেই। এ ধারণা বর্জন করা উচিত।

উৎস, মাসিক আলকাউসার।

এ জাতীয় আরো সংবাদ

আপনি আল্লাহর প্রিয় কিনা বুঝবেন যেভাবে

নূর নিউজ

“বিয়ে ও নেককার পাত্র-পাত্রী পেতে যে দোয়া পরবেন”

নূর নিউজ

মসজিদে রাত্রিযাপন অবস্থায় গোসল ফরয হলে কি কাপড় বিছিয়ে তার উপর দিয়ে হেঁটে হেঁটে বের হতে হবে?

নূর নিউজ