এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহওয়া

চলতি ২০২৫ সালের রমজান মাসে মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের আবহাওয়া থাকবে আরামদায়ক এবং নাতিশীতোষ্ণ। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন এ তথ্য ।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ভাবে আমরা যে সৌর বর্ষপঞ্জি মেনে চলি— তাতে ৩৬৫ দিনে এক বছর হয়। কিন্তু এর পাশাপাশি আরব অঞ্চলে পৃথক একটি বর্ষপঞ্জি মানা হয়, যেটি চান্দ্রভিত্তিক এবং এই বর্ষপঞ্জি অনুযায় ৩৫৫ দিনে এক বছর হয়। এ কারণে প্রতি সৌর বর্ষপঞ্জির হিসেবে ১০ দিন করে এগিয়ে আসে রমজান মাস।

সৌদির আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর রমজানের চাঁদ দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ২৮ ফেব্রুয়ারি। যদি সেদিন চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ থেকে রমজান শুরু হবে সৌদিতে। এশিয়ার বেশিরভাগ দেশের মতো এই সময়টি সৌদিতে ‘বসন্তকাল’ হিসেবে পরিচিত।

সোমবার সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রোতানা খালিজিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আকিল আল আকিল বলেন, ‘সৌদি আরবে মার্চ মাস থেকে বসন্তকাল শুরু হয়। এই মাস থেকেই শীত বিদায় নিতে শুরু করে এবং পুরো মাস দেশজুড়ে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। তাই এবারের রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সৌদিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে।

এ জাতীয় আরো সংবাদ

হামলা উপেক্ষা করে রমজানের ২য় জুমায় মসজিদুল আকসায় মুসুল্লিদের ঢল

নূর নিউজ

অস্ত্রোপচারে তরুণীর পেট থেকে বেরিয়ে এলো ১৫৮ ধাতব বস্তু!

নূর নিউজ

শবে মেরাজে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় ইমামের মৃত্যু

Sufian Farabee