ওআইসির জরুরি সভায় যোগ দিতে দোহা যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আসন্ন ১৫ সেপ্টেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকে যোগ দেবেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট। কয়েকদিন আগে দোহায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ওআইসি এ জরুরি বৈঠক আহ্বান করেছে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নৃশংসতার হাত থেকে রক্ষার লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত “ইউএন হাই-লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন” সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণের বিষয়েও পরিষদকে অবহিত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

আনসারুল হক

শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে বাংলাদেশ ব্যাংককে রুল

আনসারুল হক

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ডলার দেবে জাপান

নূর নিউজ