ওয়াজ মাহফিলের পবিত্র মঞ্চে বাণিজ্যের ছোঁয়া

ওয়াজ মাহফিল আমাদের দেশের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে শীত মৌসুমে গ্রাম থেকে শহর—সব জায়গাতেই মাহফিলের আমেজ ছড়িয়ে পড়ে। এককালে এই মাহফিল ছিল আল্লাহ ও রাসুল (সা.)-এর সত্য বাণী প্রচারের পবিত্র মঞ্চ, যেখানে আলেমরা মানুষকে তাকওয়া, নৈতিকতা ও ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতেন।

কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—আজ সেই পবিত্র মঞ্চে ব্যবসার ছায়া পড়েছে। এক সময় হাক্কানী ওলামায়ে কেরাম যারা মাহফিলের মঞ্চে কুরআন-হাদীসের আলো ছড়াতেন, বর্তমানে তাঁদের জায়গা দখল করেছেন তথাকথিত “চুক্তিবাদী” বা “ভাইরাল” বক্তারা। ফেসবুক-ইউটিউবে তাঁদের বয়ানের ভিডিও ক্লিপের নিচে মোবাইল নম্বরসহ যোগাযোগের আহ্বান থাকে। যেন ধর্ম নয়, বক্তৃতাই হয়ে উঠেছে একধরনের পণ্য, আর বক্তারা তার ব্যবসায়ী।

চুক্তি অনুযায়ী ‘হাদিয়া’ না পেলে তাদের অনেকেই নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন। সমালোচনার ঝড় তুলেন আয়োজকদের বিরুদ্ধে। মাহফিলের পবিত্রতা ও শ্রোতাদের আস্থা এভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে।

মাহফিল আয়োজকরা এর দায় এড়াতে পারে না। তারা ধর্মীয় যোগ্যতা নয়, বক্তার ভাইরাল জনপ্রিয়তা ও দর্শক টানার ক্ষমতা দেখে দাওয়াত দেয়। ফলে সত্যিকারের দীনদার আলেমরা ক্রমে প্রান্তিক হয়ে পড়ছেন।

এ অবস্থা চলতে থাকলে ওয়াজ মাহফিলের প্রকৃত উদ্দেশ্য—আত্মশুদ্ধি, জ্ঞান ও আমলের চেতনা—হুমকির মুখে পড়বে।

তাই সময় এসেছে মাহফিল আয়োজক কমিটি, আলেম সমাজ ও সচেতন মুসলমানদের এগিয়ে এসে এই কলুষতা রোধ করার। ওয়াজ মাহফিল আবারও হয়ে উঠুক দাওয়াত ও তাযকিয়ার কেন্দ্র—বিতর্ক, বাণিজ্য বা ভাইরাল প্রতিযোগিতার নয়।

আনসারুল হক ইমরান
সম্পাদক
নূর নিউজ ২৪

এ জাতীয় আরো সংবাদ

গ্রামে বেড়েছে তালাকের হার!

নূর নিউজ

একুশের এ মাসে হারিয়েছিলাম মাওলানা আবদুর রবকে (রহ.)

নূর নিউজ

আল্লামা শাহ আব্দুল হালীম বুখারী (রাহ.) এর মৃত্যুতে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক প্রকাশ 

নূর নিউজ