কক্সবাজার ও ফটিকছড়ি মাদ্রাসায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

নূর নিউজ: চট্টগ্রাম ফটিকছড়ি পশ্চিম নানুপুর দারুসসালাম ঈদগাহ মাদ্রাসা ও কক্সবাজার রাহমানিয়া মাদ্রাসায় হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতূল উলয়ার কো-চেয়ারম্যান সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

আজ (৬ জানুয়ারী) বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, ইসলাম বিরোধী অপশক্তিগুলোই মসজিদ ও মাদ্রাসাগুলোকে টার্গেট করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোকে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটছে। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আলেমসমাজ ঐক্যবদ্ধভাবে তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে।

মুফতি ওয়াক্কাস মাদ্রাসা দু’টির সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

সংলাপকে ‘ফাঁদ’ মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নূর নিউজ

গোপালগঞ্জ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে: ইউনুস আহমদ

আনসারুল হক

ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

নূর নিউজ