এবার নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা

করোনাভাইরাস মহামারির কারণে এবার নির্ধারিত তারিখে টঙ্গীর তুরাগতীরে হচ্ছে না তাবলিগ জামাতের ৫৬তম বিশ্ব ইজতেমা। চলতি জানুয়ারি মাস পর্যন্ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকার এবারের বিশ্ব ইজতেমার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে বিশ্ব ইজতেমা করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগ জামাতের দুই পক্ষ। এ বছর ইজতেমার প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি হওয়ার কথা ছিল।

বিশ্ব ইজতেমা বিষয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘জানুয়ারি পর্যন্ত আমরা করোনা পরিস্থিতি দেখব। এরপর চিন্তা করব। অবস্থার উন্নতি হলে সবার সঙ্গে আলোচনা করে একটা তারিখ ঠিক করব।’

ফরিদুল হক খান আরো বলেন, ‘এত বড় একটা আয়োজন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। এসব দেখার বিষয় আছে। স্বাস্থ্যের বিষয়টা অত্যন্ত জরুরি।’

এ জাতীয় আরো সংবাদ

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন জনগণ মেনে নেবে না: ইসলামাবাদী

আনসারুল হক

দেশবাসীর ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে : প্রধানমন্ত্রী

নূর নিউজ

রাজধানীতে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নূর নিউজ