করোনায় বিপর্যস্ত তিউনেসিয়াকে বিপুল সাহায্য পাঠালেন বাদশা সালমান

হারামাইন শরিফােইনের খাদেম, সৌদি আরবের শাসক বাদশাহ সালমান তিউনিসিয়ার মুসলমানদের কে করোনার মহামারী থেকে রক্ষা করতে সাহায্য সহায়তা প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট সাইদ আহমেদ এই মহামারি থেকে তিউনিসিয়ার মুসলিমদের বাঁচাতে সহায়তা করায় বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে অভিনন্দন জানিয়েছেন।

সাইদ আহমেদর সঙ্গে টেলিফোনের কথোপকথনের পরপরই বাদশাহ সালমান তিউনিসিয়ার হসপিটালগুলোতে সাহায্য সহায়তা প্রেরণের বিষয়টি ঘোষণা করেন।

বাদশাহ সালমান ফোনে তিউনিসিয়ার প্রেসিডেন্ট সাইদ আহমেদকে জোড় দিয়ে বলেন, তিউনিসিয়ার মুসলমানদের চিকিৎসায় যেনো কোনো ধরণের ঘাটতি না হয়। তাদের প্রতি যেনো ভালো ভাবে নজর রাখা হয়।

সৌদি আরবের নিউজ এজেন্সি এসপিএর বরাতে জানা যায়, এর আগেও অনেক দেশে বাদশাহ সালামান সহায়তা প্রেরণ করেছেন। সে ধারাবাহিকতায়, বিভিন্ন দেশে করোনার তৃতীয় মাত্রা থেকে রক্ষা করতে সহায়তা প্রেরণ করছেন। সূত্র: আল আরাবিয়া।

এ জাতীয় আরো সংবাদ

উপসাগরীয় দেশগুলো নিয়ে কেমন হবে চার্লসের দৃষ্টিভঙ্গি?

নূর নিউজ

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, ভারতেও অনুভূত

আলাউদ্দিন

সিঙ্গাপুরে হঠাৎ মাথাচাড়া করোনার, আক্রান্ত প্রায় ২৬ হাজার

নূর নিউজ