কাতার প্রবাসী সাংবাদিক শরিফুল ইসলাম আবুল আর নেই

বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সিনিয়র সহসভাপতি ও দৈনিক যুগান্তরের কাতার প্রতিনিধি শরিফুল ইসলাম আবুল (৬৬) মারা গেছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মাগমারায় নিজ গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু মশিউর রহমান টিটু ও তার পরিবার।

তার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব কাতারসহ বাংলাদেশ কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া তার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাবসহ অন্যান্য সামজিক সংগঠন গভীর সমবেদনা জানিয়েছে।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতা নিয়ে গত মাসে তিনি কাতার থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য ছুটিতে যান। মৃত্যুকালে তার স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে সপ্তাহব্যাপী ‘গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফইনাল সম্পন্ন

Sufian Farabee

কাতারে ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের ঈদ-আনন্দ ভ্রমণ

আনসারুল হক

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সজাগ থাকার আহ্বান রাষ্ট্রপতির

নূর নিউজ