কাতারে বিশ্বকাপে যাত্রীসেবা দেবে চার হাজার ইলেকট্রিক বাস

এবারের ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপে কাতারে ফুটবলপ্রেমীদের যাত্রীসেবা দিতে রাস্তায় থাকবে চার হাজারের অধিক ইলেকট্রিক বাস।

ইতিমধ্যে কাতারের রাজধানী দোহাসহ আশপাশের রাস্তায় অত্যাধুনিক ১ হাজার ৩০০টি ইলেকট্রিক বাস পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে। অত্যাধুনিক এসব বাস ছাড়াও পর্যটকদের জন্য থাকবে উন্নতমানের সেবাসহ পরিবহন ব্যবস্থা।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ২০২২- ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে আগত অতিথিদের আরও নানা প্রকার সেবা দেয়ার পাশাপাশি নিয়মিত যাত্রীসেবার জন্য মোট চার হাজার অত্যাধুনিক ইলেকট্রিক বাস আমদানি করেছে কাতার। পুরো টুর্নামেন্ট জুড়ে কাতারে বিভিন্ন রুটে চলাচল করবে এসব বাস। ইতিমধ্যে তেরশ বাস পরীক্ষামূলকভাবে চলছে কাতারের বিভিন্ন শহরের রাস্তায়।

শুধু তাই নয়, যাত্রীসেবায় থাকবে মেট্রোরেল এবং তারই অংশ লুসাইল ট্রাম। এছাড়া রয়েছে বিলাসবহুল ট্যাক্সি। কোনো আন্তর্জাতিক ইভেন্টে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এর আগে কখনো এত পরিবহন রাস্তায় নামানো হয়নি।

এ জাতীয় আরো সংবাদ

মুসলিম তরুণদের মধ্যে ধর্মের প্রতি ঝোঁক বাড়ছে

নূর নিউজ

মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে বোরকা পরার নির্দেশ তালেবান প্রধানের

নূর নিউজ

আল নূর কালচারাল সেন্টার কাতারের উদ্যোগে অজু ও সালাত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নূর নিউজ