কাতারের সুক হারাজে সালেহ আল জাজিরা ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানীর শুভ উদ্বোধন

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে বাংলাদেশীদের বহুমুখী অবস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাতার প্রবাসী ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছেন। এরই ধারাবাহিকতায় কাতারের বাণিজ্যিক কেন্দ্র নাজমার সুক হারাজের ১৩১ নং দোকানে বিল্ডিং কন্ট্রাকশন সামগ্রীর বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশী মালিকানাধীন সালেহ আল জাজিরা ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আবদুল্লাহ আল রাজী ও দূতালয় প্রধান নাসির উদ্দিন। উদ্যোক্তা সালেহ আহমদ খোকন মোল্লার সঙ্গে তারা ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট নেতা শহীদুল হক, শাহজাহান সাজু, ইসমাইল মনসুর, দিলীপ কুমার ছোটন, সিআইপি শাখাওয়াত খান, মোহাম্মদ নূরুজ্জামান, কামাল উদ্দিন, ইয়াকুব খান, বাবু খানসহ আরও অনেকে।

উদ্যোক্তারা জানান, নাজমা ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রবাসী কন্ট্রাক্টর ও সাধারণ গ্রাহকরা সুলভ মূল্যে খুচরা ও পাইকারি দরে বিল্ডিং সামগ্রী কিনতে পারবেন।

এ জাতীয় আরো সংবাদ

শাহজালাল বিমানবন্দরে চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা

নূর নিউজ

কাতারে শুরু হলো কর্নার বুস্টার ডোজ!

নূর নিউজ

রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিসরের সৌজন্য সাক্ষাৎ

নূর নিউজ