কাবুলে পুনরায় দূতাবাস খুলল সংযুক্ত আরব আমিরাত

আফগানিস্তানের কাবুলে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পুনরায় খুলে দেয়া হয়েছে। শনিবার কাবুলস্থ এ আমিরাতি দূতাবাস খুলে দেয়া হয় বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।

শনিবার সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। তিনি তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, কাবুলে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পুনরায় খুলে দেয়া হয়েছে এবং সেখানে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে।

জবিহুল্লাহ মুজাহিদ বলেন, এটা সংযুক্ত আরব আমিরাতের একটি ভালো পদক্ষেপ। এছাড়া বর্তমানে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক আছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেছেন, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী করা হবে।

সূত্র : তোলো নিউজ

এ জাতীয় আরো সংবাদ

রাশিয়ার ১২০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নূর নিউজ

সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

আনসারুল হক

আল-আকসা মসজিদে আবারও ‘ইসরায়েলি তাণ্ডব’

নূর নিউজ