কারামুক্ত হলেন ইসলামি ব্লগার লেখক ফারাবী

দীর্ঘ প্রায় এক দশক পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ব্লগার ও লেখক শফিউর রহমান ফারাবী।

আজ শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারামুক্ত হন।

হাইকোর্টের বিচারপতি বেঞ্চ শফিউর রহমান ফারাবীর জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান এবং মুহাম্মাদ হুজ্জাতুল ইসলাম খান। তাদের বক্তব্য ছিল, চলতি মামলার চার আসামির স্বীকারোক্তি শফিউরের বিরুদ্ধে নেই, কোনো প্রত্যক্ষ সাক্ষী তার নাম উল্লেখ করেননি, এবং নিজে কোনো স্বীকারোক্তি দেননি। এছাড়া, দীর্ঘ সময় ধরে কারাগারে থাকার বিষয়টি বিবেচনা করা হয়।

এরপর চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের শুনানি শেষে “নো অর্ডার” দিয়েছেন। ফলে হাইকোর্টের আগের জামিন আদেশ বহাল থাকে।

এ জাতীয় আরো সংবাদ

সাবেক মন্ত্রী সাইফুর রহমান স্মরণে দোয়া-ইফতার মাহফিল

আনসারুল হক

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

আনসারুল হক

শাপলা স্মৃতি সংসদের সম্মাননা পেলো ৪ গণমাধ্যম ও ইসলামী ব্যাংক হাসপাতাল

আনসারুল হক