ইসলামি লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের এক যুগ উপলক্ষে বর্ণাঢ্য উৎসব ও লেখক সম্মিলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল শুক্রবার (২২ আগস্ট) বেলা ২টা থেকে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। এ দিন তিন গুণী লেখক পাবেন ‘লেখক ফোরাম পদক ২০২৫’।
যুগপূর্তি উৎসব ও লেখক সম্মিলনকে ঘিরে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, দেয়ালিকা ও ম্যাগাজিন প্রদর্শনী, লেখক ও সদস্যদের অনুভূতি, জুলাই বিপ্লবের কবিতা, অতিথিদের বক্তব্য, সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, লেখক ফোরাম সাহিত্য পদক ২০২৫ প্রদান, স্মারকের মোড়ক উন্মোচন ও বিতরণ ইত্যাদি।
এর আগে প্রতিযোগিতায় অংশ নিতে লেখকদের কাছে জুলাই বিপ্লব নিয়ে ছড়া-কবিতা, রাসুলুল্লাহ (সা.)-এর রাজনৈতিক দর্শন-বিষয়ক প্রবন্ধ এবং দেয়ালিকা ও ম্যাগাজিন আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। যারা নিয়ম মেনে এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন, তাদের পুরস্কৃত করা হবে অনুষ্ঠানে। পাশাপাশি অনুষ্ঠানে লেখক ফোরাম সাহিত্য পদক ২০২৫ তুলে দেওয়া হবে গুণী তিন লেখকের হাতে।
লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল বলেন, ‘আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারেদেশ থেকে সদস্য ও লেখকেরা উৎসা-উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানে আসবেন। এক যুগপূর্তি আয়োজনটি অন্যবারের চেয়ে ব্যতিক্রম হবে। নানামুখী আয়োজনে সমৃদ্ধ হবে। আশা করি, সবাই মুগ্ধ হবেন।’
ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম বলেন, ‘আমরা প্রথমবারের মতো ‘লেখক ফোরাম সাহিত্য পদক’ দিতে যাচ্ছি। এবার গুণী ৩ লেখকের হাতে পদক তুলে দেওয়া হবে। এটি ফোরামের অনন্য আয়োজন। এই ধারাবাহিকতা যেন ফোরাম বজায় রাখতে পারে, এ প্রত্যাশা করি।’
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় সাড়ে চার শ লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও দুই শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামী লেখক ফোরাম ইতোমধ্যে সর্বশ্রেণির লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।