কাশ্মীরে দুই সেনাসহ নিহত ৬

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান জেলার বদিগামে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে লস্কর-এ-তৈয়েবার চার সদস্য নিহত হয়েছেন।

এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে দুই সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই নিষিদ্ধঘোষিত সশস্ত্র সংগঠন লস্কর-এ-তৈয়বার সদস্য। ঘটনাস্থলে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে।

এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে থাকতে পারে সন্দেহে পুলিশ ও সেনা যৌথভাবে সেখানে তল্লাশি চালায়। এ সময়ই দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতেই চার লস্কর সদস্য নিহত হন।

পুলিশ আরও জানিয়েছে, নিহত সবাই স্থানীয় বাসিন্দা। পুলিশের দাবি, তারা সবাই লস্কর-এ-তৈয়বার সদস্য ছিলেন।

এদিকে ঘটনাস্থলে পৌঁছানোর সময় ভারতীয় সেনাদের একটি গাড়ি উল্টে প্রাণ হারান দুই জওয়ান।

এ জাতীয় আরো সংবাদ

অভিযোগ করতে এসে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ান এক বৃদ্ধ

নূর নিউজ

আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে চাঁদাবাজি করে!

নূর নিউজ

পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

নূর নিউজ