কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছায় তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্যামল ও সোনালী দেবী দম্পতি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি রাশীদুল হাসান জাহাঙ্গীর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের কালেমা পাঠ করান।
এর আগে মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিনের আদালতে ধর্ম পরিবর্তনের হলফনামা সম্পন্ন করেন তারা। ইসলাম গ্রহণের পর শ্যামলের নাম রাখা হয়েছে মো. আবিদ উল্লাহ, সোনালী দেবীর নাম আরোহী জান্নাত। তাদের সন্তানদের নাম পরিবর্তিত হয়েছে—মেয়ে মনিষা তাসনিম জান্নাত, তিশা আরিশা জান্নাত এবং ছেলে আয়ুস্মান মোহাম্মদ আনাস।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গোপালনগর গ্রামের এই দম্পতি দীর্ঘ ১০ বছর ধরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। শ্যামলের সেলুন দোকানও একই এলাকায় অবস্থিত। তাদের ছোট মেয়ে মনিষা মসজিদ, মাদরাসা ও প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় কিছু কোরআনের সুরা মুখস্থ করেন। প্রতিদিন বাসায় তিনি তার পিতা-মাতাকে সুরা শুনিয়ে ইসলাম ধর্মের প্রতি তাদের আগ্রহ জন্মায়।
প্রায় দুই বছর আগে শ্যামল ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে আলাপ শুরু করেন এবং পর্যবেক্ষণ ও পরামর্শের পর সম্প্রতি আদালতের মাধ্যমে ধর্মান্তর সম্পন্ন করেন। বৃহস্পতিবার রাতে তিন সন্তানসহ কালেমা পাঠের মাধ্যমে তারা ইসলামে দীক্ষিত হন। এ সময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক মো. আকতারুজ্জামান, এমরান হোসেন বাপ্পি, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন ইয়াছিন, আরিফুর রহমান, মাহফুজুর রহমান ও মো. ইলিয়াছ।