কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল

কুয়েতের নতুন যুবরাজ হিসেবে শপথ নিয়েছেন শেখ মেশাল আল আহমাদ আল সাবাহ। তিনি সাবেক নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালের পক্ষে ভোট সম্পন্ন হয়।

ভোট শেষ হওয়ার পরপর শেখ মেশাল পার্লামেন্টে প্রবেশ করেন। সেখানে তিনি নতুন আমির শেখ নওয়াফ আল আহমাদ আল সাবাহর সামনে শপথ গ্রহণ করেন।

এর আগে বুধবার দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালকে মনোনীত করেন।

আরব নিউজ জানিয়েছে, কুয়েতের নতুন আমির ও যুবরাজ প্রয়াত আমিরের ভাই। মৃত আমিরের ৮০ বছর বয়সী ভাই শেখ মেশাল ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপপ্রধান হওয়ার আগে ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরো সংবাদ

রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

নূর নিউজ

ইরাকে ফের মার্কিন সামরিক জোটের ওপর হামলা

আলাউদ্দিন

জর্জিয়ায় ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন বাইডেন

আনসারুল হক