কোনো অপপ্রচারই ধর্মীয় সম্প্রীতির ইমারত ভাঙতে পারবে না : রিজভী

দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির মজবুত ভিত্তিকে কোনো অপপ্রচারই দুর্বল করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। দল এসব বিষয়ে সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাজনৈতিক সংস্কার শেষে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

আওয়ামী লীগ সরকারকে তীব্রভাবে সমালোচনা করে রিজভী বলেন, “শেখ হাসিনা গোটা দেশকে যেন এক ডাকাতদের গ্রামে পরিণত করেছেন। পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পের আড়ালে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে।”

এ জাতীয় আরো সংবাদ

বিধিনিষেধ আরও বাড়বে কি না জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নূর নিউজ

মালিতে ১৪০ পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত

নূর নিউজ

আবার বিয়ে করছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

আনসারুল হক