কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবি

কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে চামড়াশিল্প রক্ষা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ মে)রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া এর সভাপতিত্বে মুফতি আফজাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মুফতি খোরশেদ আলম কাসেমী মুফতি মাছুম আহমদ মাওলানা আতিকুর রহমান আতিকী, মুফতি সুলতান মাহমুদ, ড শহীদুল ইসলাম ফারুকী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন মাওলানা সানাউল্লাহ খান আব্দুল ফাতাহ আল মনোয়ার আসিফ, মুফতি ইমরানুল বারী সিরাজী মাওলানা মামুন চৌধুরী মাওলানা আঃ গাফফার, মুফতি সালিমুল্লাহ খান মাওলানা মীর ইদরীস

অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, চামড়া শিল্প রক্ষায় সরকারকে আন্তরিক ভূমিকা রাখতে হবে। বিশেষ করে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করার প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চামড়া শিল্পকে উন্নয়নের লক্ষ্যে সরকারকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে। অন্যথায় চামড়া শিল্প রক্ষা কমিটি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

এ জাতীয় আরো সংবাদ

আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতারে প্রধান উপদেষ্টা

আনসারুল হক

একুশের এই দিনে আমাদের বিদায় জানিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস

নূর নিউজ

ভারতের সেই সাহসী মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের

নূর নিউজ