আমাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হচ্ছে: নুর

গণঅধিকার পরিষদ করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে সবাই সরকারের নিয়ন্ত্রণে। কেবল আমরাই এর বাইরে। তাই সরকার আমাদের টার্গেট করেছে। ভারতও আমাদের উত্থান থামিয়ে দিতে কাজ করছে বলে আমাদের সন্দেহ। গণঅধিকার পরিষদ করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী আমায় ক্রসফায়ার দেয়ার হুমকিও দিচ্ছে।

নুর বলেন, এই সরকার অমানবিক। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। সরকার মামলা দিয়ে বিএনপিকে গলায় রশি পরিয়ে দিয়েছে।

নুর আরও জানান, এই সরকার মামলাবাজ সরকার। সরকারি দলের উচ্চ পর্যায়ের নির্দেশে আমাদের ওপর হামলা করা হচ্ছে। এখন তারা হত্যাচেষ্টা করছে। প্রশাসন দুই ভাগে বিভক্ত। একদল সরকারের পক্ষে। আরেক দল জনগণের পক্ষে। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে মাফ করে দিয়েছি। আপনারা জনগণের পক্ষে থাকেন। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত।

এ জাতীয় আরো সংবাদ

মাওলানা মমতাজুল করীম ও মাওলানা শিব্বীর আহমদের ইন্তিকালে হেফাজতের শোক

নূর নিউজ

বাংলাদেশে ঐতিহাসিক লাল বিপ্লব, পদত্যাগ করে পালালেন স্বৈরাচার হাসিনা

নূর নিউজ

রমজান মাসেই সরকারের পতন হবে: শওকত মাহমুদ

আনসারুল হক