খতমে নবুওয়ত কুড়িগ্রাম জেলা শাখা কমিটি গঠিত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত কুড়িগ্রাম জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।

আজ (২৬ মার্চ ২০২৩ ইং, রোববার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। মাওলানা সামছুদ্দীন কাসেমীকে সভাপতি এবং মাওলানা আব্দুর রহিমকে সেক্রেটারি করে ৫২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে আরো ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্যানেল রাখা হয়েছে।

নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, বর্তমানে কাদিয়ানীদের আস্ফালন অনেক বেড়ে গেছে। তারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার কল্যাণে তাদের মিথ্যা দাবি-দাওয়া প্রচার করে সাধারন মানুষকে বিভ্রান্ত করছে। কাদিয়ানীদের সকল অপপ্রয়াস বন্ধ করতে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই লক্ষ বাস্তবায়ন করার জন্যই আমরা সারাদেশব্যাপী তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কমিটিগুলো পুনর্গঠন করছি।

আলহামদুলিল্লাহ, আজ কুড়িগ্রাম জেলায় খতমে নবুওয়তের যেই কমিটি গঠন করা হলো, আমি তাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। আল্লাহ তাদের কাজ সহজ করুন, কবুল করুন, আমীন।

এ জাতীয় আরো সংবাদ

কাঁচা মরিচ ৩০ টাকা কেজি

নূর নিউজ

ঈদের আগে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: ওবায়দুল কাদের

আনসারুল হক

ইসলামী ছাত্রসমাজ তাকওয়াবান ব্যক্তিত্ব নেতৃত্ব উপহার দিচ্ছে: এহতেশামুল হক সাখী

নূর নিউজ