‘খালেদা জিয়ার হাতে কতদিন সময় আছে, জানি না’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রীর হাতে কতদিন সময় আছে, আমি জানি না। দু-তিন দিন তার সঙ্গে দেখা করেছি, তিনি হাতের ইশারায় কথা বলেছেন। তার অবস্থা ভালো না।

সোমবার (৬ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলন দুর্বার হয়ে উঠেছে। সরকার তা সহ্য করতে পারছে না। আর এ কারণে ‘ইস্যু অন্যদিকে ঘুরিয়ে দিতে, দৃষ্টি অন্যদিকে সরাতে’ জিয়াউর রহমানের পরিবার নিয়ে কথা বলছে।

তিনি বলেন, তারা আমাদের দৃষ্টিটাকে, মুখের কথাবার্তাকে অন্যদিকে সরিয়ে দিতে চায়। আমাদের দৃষ্টি একটাই দেশনেত্রীর সুচিকিৎসা, দেশনেত্রীর মুক্তি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বিএনপির এই নেতা বলেন, সরকার চায় বিএনপির ওপর অত্যাচার করতে হবে, বিএনপিকে ধ্বংস করতে হবে। সুতরাং, তারা মনে করে, একমাত্র খালেদা জিয়াকে ধ্বংস করতে পারলেই বিএনপি ধ্বংস হবে। জিয়ার পরিবার নিয়ে, খালেদা জিয়ার পরিবারের একটি শিশু বাচ্চাকে নিয়ে কথা বলছে এই সরকারের মন্ত্রীরা।

এ জাতীয় আরো সংবাদ

পশ্চিমবঙ্গে এনআরসি করা প্রয়োজন, নইলে কোলকাতা বাংলাদেশ-২ হবে: কট্টরপন্থী বিজেপি নেতা

নূর নিউজ

মুগ্ধর কবর জিয়ারত করলেন হেফাজত মহাসচিব

নূর নিউজ

ঢাবির বাংলা বিভাগের পরীক্ষায় কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নির্দেশ, ধর্মীয় স্বাধীনতার চূড়ান্ত পরিপন্থী : হেফাজত

নূর নিউজ