খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ১১৭১

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে বর্তমানে বিভাগের ১০ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ১৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যশোরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৯৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মাগুরা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ৫০, ঝিনাইদহে ৩৬, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫, নড়াইলে ৩৬, কুষ্টিয়ায় ৪১, মেহেরপুরে ৩৫, বাগেরহাটে ১৫, চুয়াডাঙ্গায় ১৩, খুলনার অন্যান্য হাসপাতালে ৩০, সাতক্ষীরায় ১২ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ১৬ হাজার ২৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৭৫৯ জন। চলতি বছর বিভাগের ১০ জেলায় ৪৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩, যশোরে ১০, কুষ্টিয়ায় ৯, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬, ঝিনাইদহে ৩, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ৩ এবং সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইলের হাসপাতালে একজন করে মারা গেছেন।

এ জাতীয় আরো সংবাদ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আনসারুল হক

ঈমানদীপ্ত কর্মসূচি বাস্তবায়নে নিবেদিত থাকাই নেতা-কর্মীদের প্রকৃত বৈশিষ্ট্য

আনসারুল হক

পুজোয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খাবার দিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ

নূর নিউজ