গভীররাতে বিধবার বাড়িতে ধরা পড়লো এএসআই

পটুয়াখালীর বাউফল উপজেলায় রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করার অভিযোগে এএসআই রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (৮ অক্টোবর) রাত ১১টায় পটুয়াখালীর বাউফল থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) রফিকুল ইসলাম (৪২) এক বিধবা নারীর ঘরে প্রবেশ করে। পরে ওই নারীর সঙ্গে সময় কাটানোর পর ঘর থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন।

একপর্যায়ে তাকে মারধরও করেন স্থানীয়রা। এ সময় ওই এএসআই বিব্রতকর পরিবেশ এড়াতে স্থানীয় কয়েক যুবকের ৩টি বিকাশ নম্বরে ৪৫ হাজার টাকা লেনদেন করেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, শনিবার (৯ অক্টোবর) এএসআই রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। অভিযাগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি

Sufian Farabee

সরাইলে নেতাকর্মীদের সাথে আবুল হাসানাত আমিনীর মতবিনিময়

নূর নিউজ

মানুষের অধিকার নিশ্চিতকরণে ইসলামী শক্তিকেই রাষ্ট্রক্ষমতায় আনতে হবে: মুফতি ফয়জুল করীম

আনসারুল হক