গলফ কার্টে চড়ে ওমরাহ করার সুযোগ

বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য কাবা শরীফে তাওয়াফ করতে স্মার্ট গলফ কার্টের ব্যবস্থা করেছে সৌদি আরব।

দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে গলফ কার্টগুলো মক্কার গ্র্যান্ড মসজিদে নেওয়া হয়েছে। গলফ কার্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এগুলো মসজিদের ছাদে সুন্দরভাবে চলতে পারে। প্রতিদিন বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। একেকটি গলফ কার্টে একসঙ্গে ১০ জন বসতে পারবেন। গলফ কার্টে চড়তে প্রত্যেককে খরচ করতে হবে ২৫ রিয়াল।

এদিকে গলফ কার্টে চড়ে ওমরাহ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গলফ কার্টে বসে আছেন ওমরাহকারীরা। আর সেটি তাদেরকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছে।

কাবা তাওয়াফের জন্য ২০১৪ সাল থেকেই গলফ কার্ট চালুর পরিকল্পনা করছিল সৌদি আরব। দেশটির প্রয়াত বাদশা আব্দুল্লাহ ওমরাহকারীদের সুবিধার্থে গলফ কার্ট চালুর নির্দেশনা দিয়েছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

দেওলিয়ার পথে পাকিস্তান, আছে মাত্র ১৮ দিনের আমদানি ব্যয়

নূর নিউজ

৭২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৬ হাজার ৫০৪ হজযাত্রী

নূর নিউজ

দীর্ঘদিন পর কাবায় মুষলধারে প্রশান্তির বৃষ্টি

নূর নিউজ