গাজা সিটিতে ইসরায়েলি অভিযানের প্রথম ধাপ শুরু

ফিলিস্তিনের গাজা সিটি দখলে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক ধাপ শুরু করেছে ইসরায়েল। সেনারা ইতিমধ্যে শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে এবং জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের অনুমোদনের পর আগামী সেপ্টেম্বরের শুরুতে ৬০ হাজার সংরক্ষিত সেনা তলব করা হবে। তারা ফ্রন্টলাইনের সেনাদের বদলি হিসেবে মোতায়েন হবেন।

হামাস অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গাজার লাখো বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়ার নির্দেশ আসতে পারে।

ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ সতর্ক করেছেন, এ অভিযান দুই জাতির জন্যই বিপর্যয় বয়ে আনতে পারে। আইসিআরসি বলেছে, সহিংসতা বেড়ে গেলে গাজার ২১ লাখ মানুষের পরিস্থিতি ভয়াবহ হবে।

আইডিএফ মুখপাত্র জানিয়েছেন, হামাসের ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংসই তাঁদের লক্ষ্য। তবে গাজার নিরাপত্তা বিভাগের দাবি, জেইতুন ও সাবরায় পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ। কেবল বুধবারের হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, গাজায় এখনো ৫০ জন জিম্মি রয়েছে, যাঁদের মধ্যে প্রায় ২০ জন জীবিত। অভিযান শুরুর ফলে তাঁদের জীবনও হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছে আইসিআরসি।

এ জাতীয় আরো সংবাদ

পবিত্র হজ আজ; লাব্বাঈক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

আনসারুল হক

তীব্র বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আনসারুল হক

অবশেষে অবরুদ্ধ গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

নূর নিউজ