গাজার স্কুলে ইসরাইলি হামলায় নিহত ১০০

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার বলেছে, শহরের একটি স্কুলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ থেকে ১০০ জনে দাঁড়িয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘মৃতের সংখ্যা এখন ৯০ থেকে ১ শ’-এর মধ্যে এবং আহত হয়েছে আরো বেশ কয়েকজন। তিনটি ইসরাইলি রকেট ওই স্কুলে আঘাত হানে যেটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল ছিল।’

গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, হামলায় ‘১ শ’ জনেরও বেশি শহিদ’ হয়েছে।
সূত্র : এএফপি

এ জাতীয় আরো সংবাদ

রমজানে কোরআনের ১০ লাখ কপি বিদেশে বিতরণ করবে সৌদি

নূর নিউজ

জাতিসংঘ বিলুপ্ত না করে রাসিয়াকে বাদ দেওয়া সম্ভব না

নূর নিউজ

শপথ নিলেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট

নূর নিউজ