গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ দলের হামলা, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে এ হামলা চালানো হয়। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলাকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়। এ সময় এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করে চেয়ার-টেবিলে আগুন দেওয়া হয়।

জুলাই মাসজুড়ে সারাদেশে পদযাত্রা করছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। আজকের কর্মসূচির অংশ হিসেবে তারা গোপালগঞ্জে লং মার্চ ও সমাবেশের আয়োজন করে।

সংঘর্ষের জেরে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরী, দেশবাসীর দোয়া কামনা

নূর নিউজ

আল্লামা আহমদ শফী রহ. ছিলেন আলেম উলামা ও ইসলামপন্থীদের ঐক্যের প্রতীক

আনসারুল হক

গণহত্যার দায় শুধু শেখ হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

আনসারুল হক