চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় পুরনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাটে ওই টায়ারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

তিস্তা ব্যারেজ খুলে দেওয়ায় বাংলাদেশে প্রবল বন্যার আশঙ্কা

নূর নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আনসারুল হক

মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

আনসারুল হক