‘চা শ্রমিকদের বকেয়া পরিশোধ ও ১১ দফা দাবি মেনে নিতে হবে’

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন এক যৌথ বিবৃতিতে সিলেটের চা শ্রমিকদের প্রতি চলমান অবিচার ও বঞ্চনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ (৪ এপ্রিল ২০২৫) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে বকেয়া মজুরি পরিশোধ না করায় হাজার হাজার শ্রমিক পরিবার চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছে। অবিলম্বে তাদের সকল বকেয়া মজুরি পরিশোধ করতে হবে এবং শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত যৌক্তিক ১১ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।

নেতৃদ্বয় আরো বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ শিল্পের মূল চালিকাশক্তি চা শ্রমিকরা আজও ন্যায্য মজুরি, পেশাগত নিরাপত্তা, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। এটি এক চরম মানবিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের ১১ দফা দাবী অত্যন্ত ন্যায্য ও বাস্তবভিত্তিক। এসব দাবির মধ্যে রয়েছে—বকেয়া মজুরি পরিশোধ, ন্যূনতম মজুরি নির্ধারণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ, স্থায়ী বাসস্থানের ব্যবস্থা ইত্যাদি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এসব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিক পক্ষকে দ্রুততম সময়ের মধ্যে এগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মনে করে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সবসময় শ্রমিকদের পাশে আছে।

এ জাতীয় আরো সংবাদ

ছাত্রলীগের তোপের মুখে এমপি সিরাজ, আশ্রয় নিলেন পুলিশ ফাঁড়িতে

আলাউদ্দিন

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ : প্রেস উইং

আনসারুল হক

তাপমাত্রা সামান্য বাড়বে, তবে কমবে না শীত

আলাউদ্দিন