চাঁদা না দেওয়ায় নৃশংস হত্যার প্রতিবাদে রাত ৯টায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

রাজধানীর পুরান ঢাকায় পাথর মেরে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে হত্যার জঘন্য ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় পল্টনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

সংগঠনটির সেক্রেটারি মানসুর আহমাদ সাকী নূর নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘পাথর মেরে নির্মম হত্যাকাণ্ড, চাঁদাবাজির অভয়ারণ্য এবং অপরাধীদের রাজনৈতিক ছত্রচ্ছায়ার বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে ইসলামী যুব আন্দোলনের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

বিক্ষোভটি শুরু হবে পল্টন মোড় থেকে এবং পুরান ঢাকা অভিমুখে অগ্রসর হতে পারে বলে জানা গেছে।

এদিকে, ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আশপাশে থাকা দুর্বৃত্তরা উল্লাস করে। এই দৃশ্যটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ইতিমধ্যে আলেম সমাজ, মানবাধিকার সংগঠন ও সাধারণ নাগরিকদের পক্ষ থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

ইসলামী যুব আন্দোলন এই ঘটনার বিচার দাবি করে বলেছে, ‘এই বর্বরতা সভ্য সমাজে হতে পারে না। আমরা ফ্যাসিবাদ, দুর্নীতি ও জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে রাস্তায় নামব। ইনশাআল্লাহ।’

এ জাতীয় আরো সংবাদ

‘মার্চ ফর গাজা’ সফল করার আহ্বান হাইআতুল উলয়ার

আনসারুল হক

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, আদালতে প্রমাণিত

আনসারুল হক

মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে ইসলামপন্থীদের দমন, অভিযোগ বিশিষ্ট লেখক-গবেষকদের

আনসারুল হক