চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

শারীরিক অসুস্থতার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে। রোববার (২১ জানুয়ারি) রাতের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা রয়েছে।

খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, রাতের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। আগের হাসপাতালেই তাকে আবার চিকিৎসা দেওয়া হবে।

গত বছরের ২৭ জুন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মোশাররফকে। সেখানে ২ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত বছরের ৫ সেপ্টেম্বর দেশে আনা হয় তাকে। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, খন্দকার মোশাররফ ব্রেইন হ্যামারেজে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়।

অসুস্থতার কারণে গত বছরের জুন মাস থেকে রাজনীতি থেকে দূরে আছেন বিএনপির এই নেতা।

এ জাতীয় আরো সংবাদ

আগামীকাল থেকে কমবে তাপদাহ; দু-তিন দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

নূর নিউজ

আসছে কটন কাগজের ১০ টাকার নতুন নোট

আনসারুল হক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ৪

আনসারুল হক