ছাত্র প্রতিনিধিদের সরকারে আসা সঠিক হয়নি: সালাহউদ্দিন আহমদ

ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগদানকে সঠিক সিদ্ধান্ত মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, তারা যদি সরকারের দায়িত্ব না নিতো, তবে কার্যকর প্রেশার গ্রুপ হিসেবে ভূমিকা রাখতে পারতো।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “গণতান্ত্রিক চর্চায় পৃথিবীর কোথাও একইসঙ্গে কেউ সরকারি দল ও বিরোধী দলে থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে গেলো, সেদিনই আমি বুঝলাম তারা আর রাষ্ট্র বিনির্মাণে বড় কোনো ভূমিকা রাখতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমি যদি বলি সরকার থেকে সরে দাঁড়াও, তাতে কাজ হবে না। এই প্রয়োজনীয়তা তাদের নিজেদের ভেতর থেকেই উপলব্ধি করতে হবে।”

ঐক্য ধরে রাখার ওপর জোর দিয়ে বিএনপির এই নেতা বলেন, “কোনো দল তার দাবি তুলতেই পারে, কিন্তু সেটা জাতির ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমরা যেন একে অপরের ওপর জবরদস্তি না করি। পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। তাই নতুন সংকট না তৈরি করে ঐক্য ধরে রাখতে হবে।”

জামায়াতের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “পত্রিকায় দেখলাম, আপনাদের এক নেতা বলেছেন—কে সরকারি দল হবে, কে বিরোধী দল হবে। তাহলে কি এটা আপনারা নিজেরা ঠিক করেছেন, নাকি জনগণ ঠিক করবে? এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? একদিন এই অজুহাত, আরেকদিন অন্য অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছেন কেন? উদ্দেশ্য কী সেটা জনগণ ভালো করেই জানে। কাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছেন, সেটাও তারা দেখছে।”

এ জাতীয় আরো সংবাদ

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশবাসি বরদাশত করবে না : অধ্যক্ষ ইউনুছ

আনসারুল হক

তিন দফা হজের নিবন্ধনের সময় বাড়িয়েও সাড়া মেলেনি, এখনো ফাঁকা ৭৪ হাজারেরও বেশী আসন

নূর নিউজ

ভারতের ‘পুশ ইনকে উস্কানিমূলক’ মনে হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আনসারুল হক