শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি

বাস ভাড়া হাফ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ নভেম্বর) সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগ নামধারীরা হামলা করতে পারে জানিয়ে কাদের বলেন, আপনি কি কারও নাম বলতে পারেন? এটাই যদি করতো তাহলে তারা কেন এ দাবিতে প্রকাশ্যে সমর্থন করছে?

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিআরটিসিতে প্রথমে ভেবেছিলাম ৩০ পারসেন্ট দেবো, কিন্তু যখন প্রধানমন্ত্রীর অনুমতি চাইলাম, তিনি বললেন, হাফ ভাড়া যখন তারা দাবি করেছে সেটিই দাও। তার নির্দেশনায় সারাদেশে বিআরটিসির প্রজ্ঞাপন দিয়েছি। ১ তারিখ থেকে এটি কার্যকর হবে।

এর আগে ২৩ নভেম্বর গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণের প্রজ্ঞাপন জারি করার দাবিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে হামলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা

নূর নিউজ

আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

নূর নিউজ

নির্বাচনকালীন জাতীয় সরকারের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করুন : মাওলানা ইউনুছ

নূর নিউজ