জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে

৭ জানুয়ারির নির্বাচনে গঠিত সরকারকে অবৈধ আখ্যা দিয়েছেন চরমোনাইয়ের পীর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারকে জনগণ অঘোষিত যুদ্ধের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর মিথ্যাচার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ঘৃণা দিন দিন তীব্রতর হচ্ছে। যার বিস্ফোরণ ঘটলে সরকারের নির্মম পতন হবে।

সম্মেলনে নূরুল বশর আজিজী ছাত্র আন্দোলনের সভাপতি, ইউসুফ আহমাদ মানসুর সহসভাপতি এবং মুনতাছির আহমাদ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। বিদায়ী সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমাদসহ জ্যেষ্ঠ নেতারা।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে মহানবীর অবমাননার ঘটনায় দোষীদের গ্রেফতার করতে হবে

নূর নিউজ

মোদির বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত ৪ মার্চ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আলাউদ্দিন

গণকমিশনের অর্থের উৎস সন্ধানে দুদকে ১১ আলেমের স্মারকলিপি

নূর নিউজ