জমিয়ত ও এবি পার্টির মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এবি পার্টির মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) বিকালে রাজধানীর পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়েেএ বৈঠক অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জমিয়ত সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী ও কেন্দ্রীয় সদস্য মাওলানা বোরহানউদ্দিন।

প্রতিনিধি দলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন,এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মন্জু, ভাইস চেয়ারম্যান জনাব লে. কর্ণেল দিদারুল আলম পিএসসি (অব.), জনাব লে. কর্ণেল হেলাল উদ্দিন আহাম্মাদ পিএসসি (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

এ জাতীয় আরো সংবাদ

কোন দল জিতল মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের: পিটার হাস

নূর নিউজ

মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

নূর নিউজ

ইসরায়েল-ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল

আনসারুল হক