জমিয়ত নেতা মুশতাক গাজীনগরী হত্যার বিচার চান পীর সাহেব মধুপুর

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সুনামগঞ্জ জেলার অন্যতম সদস্য মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত ও ক্ষুব্ধ। একজন সম্মানিত আলেম ও দায়িত্বশীল ব্যক্তিকে পরিকল্পিতভাবে গুম করে হত্যা করার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এসব কথা বলেন।

তিনি বিবৃতিতে বলেন, ইসলামপন্থীদের কণ্ঠরোধের ষড়যন্ত্র অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আলেমদের রক্ত বৃথা যাবে না।

তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

নিবন্ধন ফিরে পাওয়ায় কক্সবাজারে নেজামে ইসলাম পার্টির শুকরানা সভা

আনসারুল হক

এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের ইন্তেকাল

আনসারুল হক

মানবতাবিরোধী অপরাধীদের বিচারে আমরা অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা

আনসারুল হক