জমিয়ত সহ-সভাপতি আব্দুল কুদ্দুস কাসেমীকে দেখতে হাসপাতালে জমিয়ত মহাসচিব

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীকে রাজধানীর আজগর আলী হাসপাতালে দেখতে যান জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আজ রোববার (১৮ মে) বিকালে হাসপাতালে গিয়ে শারীরিক খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

উল্লেখ্য,শনিবার (১৭ মে) গভীর রাতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আজগর আলী হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করানো হয়েছে। বর্তমানে আজগর আলী হাসপাতালে সিসিইউতে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে।

এ জাতীয় আরো সংবাদ

সমমনা ইসলামী দলসমূহের বৈঠক; প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

আনসারুল হক

ইসলামী ছাত্রসমাজের সভাপতি আমীর জিহাদী ও মহাসচিব আম্মারুল হক

আনসারুল হক

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জমিয়তের শোক প্রকাশ

আনসারুল হক