জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ ফেনী জেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা সম্পন্ন

ইনসাফ ভিত্তিক সমাজ ও ইমাম-খতীবদের মর্যাদা সংরক্ষণের অঙ্গীকারকে সামনে রেখে, জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ ফেনী জেলা ও শহর কমিটি গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল, ১৩ আগস্ট, বুধবার শহরের ট্রাংক রোডস্থ ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্টে মাওলানা ক্বারি মোহাম্মদ আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উল্লেখ করেন, সমাজে ইমাম-খতীবরা সর্বাধিক মর্যাদা ও দায়িত্বশীলতা থাকা সত্ত্বেও, বর্তমান বাস্তবতায় তাদের সামাজিক ক্ষমতা ও যথাযথ নেতৃত্ব নেই। বহু ক্ষেত্রে সমাজপতিদের দ্বারা তাদের লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটে। এই অবস্থার পরিবর্তন আনতে জাতীয় ইমাম ও খতীব সংস্থা সারাদেশে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।

সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী। ফেনী শহরের বিশিষ্ট ইমাম ও খতীবগণও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভার সমাপ্তিতে সর্বসম্মতিক্রমে মুফতি আলাউদ্দিন নুরীকে আহবায়ক, মাওলানা ক্বারি মোহাম্মদ আব্দুল ফাত্তাহকে সদস্য সচিব এবং মাওলানা আব্দুল আহাদকে অর্থ সচিব করে ফেনী জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন দায়িত্বশীলদের প্রতি আহবান জানানো হয়েছে, তারা আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সভায় উপস্থিত ছিলেন ফেনী লালপোল সোলতানিয়া মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি নিজাম উদ্দিন, আলহুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি আলাউদ্দিন নুরী, মাওলানা শাহীদুল ইসলাম রফিকী, জেলা ওলামাদল নেতা মাওলানা এমদাদ উল্লাহ, জামেয়া রশিদিয়ার সিনিয়র ওস্তাদ মুফতি আব্দুল হাই, মাওলানা এমদাদ উল্লাহ বিন কবির ভূঁঞা, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা আনোয়ার, মাওলানা আব্দুল আজীজ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

‘কওমি অঙ্গনের ঐতিহ্য-স্বকীয়তা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’

আনসারুল হক

ইসরায়েলি কারাগারে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ইতালীয় সদস্যের ইসলাম গ্রহণ

আনসারুল হক

ক্ষমা প্রাপ্তির শ্রেষ্ঠ আমল

নূর নিউজ