জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, “জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সর্বস্তরে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু বর্তমান শাসনব্যবস্থা সেই প্রত্যাশাকে বারবার উপেক্ষা করেছে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি এখন সময়ের দাবি।”

আজ ২৫ জুলাই ২০২৫, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের প্রকৃত মতামত জাতীয় সংসদে প্রতিফলিত হয় না। পিআর পদ্ধতি চালু হলে রাজনৈতিক বৈচিত্র্য সংরক্ষিত থাকবে, সব রাজনৈতিক দলের সমান সুযোগ সৃষ্টি হবে, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং একটি কার্যকর জাতীয় ঐক্য গড়ে উঠবে।”

তিনি এ বিষয়ে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও গণতান্ত্রিক শক্তিকে একযোগে কাজ করার আহ্বান জানান।

কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন, জয়েন্ট সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে: অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক

আলাউদ্দিন

লালবাগে আল মক্কা ট্রাভেলস-এর শাখা অফিস উদ্বোধন উপলক্ষে দু’আ মাহফিল

আনসারুল হক

কাতারে সাংবাদিক নেতা আব্দুস শহীদ ও হাজী আব্দুর রশিদ মিয়াজী স্মরণে দোয়া মাহফিল

আনসারুল হক