জাতীয় সরকারের অধীনে নির্বাচন চায় চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তের মানুষ অঅসহায় হয়ে পড়েছে। সরকার দলীয় লোকজন বাজার সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। আর এর খেসারত দিচ্ছে জনগণ। এভাবে একটি দেশ চলতে পারে না। অপরদিকে বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে সরকার জনগণকে শোষণ করছে। জনগণের প্রতি সরকারের কোন প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর এসব কথা বলেন। শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন।
সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য  অধ্যাপক বেলায়েত হোসেন সভাপতি পূননির্বাচত হন এবং সহ সভাপতি হাজী আজিজুল হক মল্লিক, সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামকে নির্বাচিত করেন। পরে প্রধান অতিথি দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

মুফতী ফয়জুল করীম আরো বলেন, সরকার যেনতেন ভাবে পুনরায় ক্ষমতায় সযাওয়ার ফন্দি ফিকির করছে। কিন্তু সরকারের সে স্বপ্নসাধ জনগণ পুরণ করতে দেবে না। তিনি বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জাতিকে মুক্তি দিন।

এ জাতীয় আরো সংবাদ

ভারতের সঙ্গে রক্তের সম্পর্কটা অক্ষুণ্ন থাকবে: নৌ-প্রতিমন্ত্রী

নূর নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

আলাউদ্দিন

জাফরুল্লাহকে ‘উল্টাপাল্টা’ কথাবার্তা না বলার অনুরোধ

আনসারুল হক