জামিয়াতুন নূর আল কাসেমিয়া ক্যাম্পাস শাখা ছাত্র জমিয়তের কমিটি গঠিত

জামিয়াতুন নূর আল কাসেমিয়া ক্যাম্পাস শাখা ছাত্র জমিয়তের কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বাদ এশা জামিয়া চত্বরে এ কমিটি গঠন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা নাজমুল হাসান কাসেমী (দা.বা.)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, অনেকের ধারণা রাজনীতি করলে পড়ালেখা বন্ধ হয়ে যায় এই ধারণা ভুল। কারণ ছাত্র জমিয়ত আসলে আমাদের পড়াশোনার দিকেই উদ্বুদ্ধ করে। ছাত্র জমিয়তের মূল থিওরি হলো— ব্যক্তি গঠন। আর ব্যক্তিত্ব গঠনের মূল মাধ্যমই হলো পড়ালেখা।

তিনি বলেছেন, ছাত্র জমিয়ত কোনো তথাকথিত সংগঠন নয়; এটি একটি পূর্ণাঙ্গ তরবিয়তি প্রোগ্রামের নাম— যার মূল উদ্দেশ্য তোমাদেরকে দারুল উলুম দেওবন্দের মাসলাক ও মাশরাফের প্রতি শতভাগ অবগত করা। ছাত্র জমিয়তের মূল উদ্দেশ্য হল তালিবে ইলমদের সঠিকভাবে গড়ে তোলা। তোমাদের মূল কাজ হল ইলমে দ্বীন অর্জন করা সুতরাং লেখাপড়াই হবে তোমাদের প্রথম অগ্রাধিকার। কখনোই নিজের মূল লক্ষ্যকে বিস্মৃত হবে না। বরং পড়ালেখাকে ঠিক রেখে যতটুকু পারো, সংগঠনের কাজেও আত্মনিয়োগ করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী এবং যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন।

ক্যাম্পাস শাখার উপদেষ্টা মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রনেতা হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় রাহেবুল ইসলামকে সভাপতি, ইয়াসিন মিয়াকে সাধারণ সম্পাদক ও হাসান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

ইসলাম ও দেওবন্দ মাদরাসা নিয়ে অবমাননাকর সিনেমা স্থগিত করালেন মাওলানা আরশাদ মাদানী

আনসারুল হক

মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি, ষড়যন্ত্র বললেন বায়তুল মোকাররমের খতিব

আনসারুল হক

জনপ্রিয় লেখক তৈরি না হলে হুমকির মুখে পড়বে বাঙালির সভ্যতা ও সংস্কৃতি

নূর নিউজ