জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। উত্তরা আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ (রাজউক কলেজ সংলগ্ন) প্রাঙ্গনে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার।

সমাবেশে বক্তরা বলেন, জুলাই মাস আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে সূচিত হলো। যেখানে স্বৈরাচার-ফ্যাসিস্ট পতনের মাধ্যমে গণমানুষের অপ্রতিরোধ্য বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল। ৫ আগস্ট শুধু স্মরণ করার জন্য নয়, বরং নতুন করে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নেওয়ার দিন।

ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত গণ-মিছিল ও সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী উত্তর সহ-সভাপতি এনামুল হক হাসান, আবুল কালাম আযাদ, সিরাজুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

সালমান-সায়হান ও শিবলীকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

আনসারুল হক

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

নূর নিউজ

ঈদের পর ২৩ মে খুলবে স্কুল-কলেজ : শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

আলাউদ্দিন