জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক

নূর নিউজ: সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজমুল হক। বর্তমানে তিনি বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। সেখান থেকে আগামী ১১ এপ্রিল তিনি জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবে যোগ দেবেন।

এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদ নাজমুল হক জানান, নতুন কর্মস্থলে যোগ দিতে আগামী ১০ এপ্রিল আমি বার্মিংহাম থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছাবেন তিনি।

মোহাম্মদ নাজমুল হক আড়াই বছর ধরে বার্মিংহামে সহকারী হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ওয়াশিংটন, মেক্সিকো সিটি ও ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ও মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

কওমি মাদ্রাসা নিয়ে সংসদে নতুন উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

নূর নিউজ

হিজাব ও বোরকা পরিধানকারী ছাত্রীদেরকে কটূক্তি ও হেনস্থাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে -খেলাফত মজলিস

নূর নিউজ

জুলুমবাজ সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে

নূর নিউজ