জোর করে মুসলিম নারীর হিজাব খোলায় যুক্তরাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে পুলিশ এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলার ঘটনায় মামলা করছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নেতারা।

মিশিগানের ডেট্রয়েটে পুলিশ এক মুসলিম নারীকে সম্প্রতি গ্রেফতারের পর জোর করে তার হিজাব খুলে ফেলেন। খবর আরব নিউজের।

সিএআইআরের আইনজীবী অ্যামি দৌকুরে জানান, মুসলিম নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য পুলিশের বিরুদ্ধে মামলা করছি।

হেলেনা বোয়ে নামে ওই নারী বাদী হয়ে মামলাটি করবেন বলেও আইজীবী জানিয়েছেন।

তিনি জানান, হেলেনা তার গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লাইসেন্সের মেয়াদ পরীক্ষা করার সময় পুলিশ তার সঙ্গে ওই বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী আচরণ করে।

এ জাতীয় আরো সংবাদ

সদস্যদের জবাবদিহি নিশ্চিত না হলে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: মার্কিন রাষ্ট্রদূত

নূর নিউজ

মুসলমানরা এখনও পরাধীন; আরেকটা বিপ্লব হবে: আব্বাসী

আনসারুল হক

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছেন হাইকমিশনার

নূর নিউজ