ঝুলন্ত অবস্থায় তামিমার মরদেহ উদ্ধার

নূর নিউজ: মুন্সিগঞ্জের সদর উপজেলা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ মার্চ) দুপুরে উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকার এক ভাড়াবাসা থেকে তামিমা (১৪) নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

তামিমা সদর উপজেলার কাগজিপাড়া গ্রামের মৃত চান মিয়ার মেয়ে বল জানা গেছে। তাঁর মা প্রবাসী হওয়ায় নানীর সঙ্গে ভাড়াবাসায় বসবাস করতো তামিমা।

মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে কিশোরী তামিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই মো. বিল্লাল।

এ জাতীয় আরো সংবাদ

ঢাকায় প্রকাশ্যে বিলি হচ্ছে পতিতালয়ের ভিজিটিং কার্ড, চিন্তিত আলেমসমাজ

নূর নিউজ

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে জাতিসংঘ

নূর নিউজ

আজ থেকে শুরু বেফাকের পরীক্ষা ; অংশ নিচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৩ শিক্ষার্থী

আলাউদ্দিন