ট্রাম্পকে অতীত থেকে শিক্ষা নিতে বলল আফগানিস্তান

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান জানিয়েছে, তাদের কাছে দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে অতীতের ব্যর্থ অভিজ্ঞতা পুনরাবৃত্তি না করে বাস্তবসম্মত নীতি গ্রহণের আহ্বান জানায় তালেবান সরকার।

শনিবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, আফগানিস্তান যদি আমেরিকাকে বাগ্রাম বিমান ঘাঁটি ফেরত না দেয়, তবে খারাপ কিছু ঘটবে। তিনি দাবি করেন, বাগ্রাম ঘাঁটি ছাড়ার সিদ্ধান্ত ভুল ছিল এবং আফগানিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র শিগগিরই ঘাঁটিটি ফেরত চায় বলেও জানান তিনি।

এর জবাবে আফগান সরকারের এক বিবৃতিতে বলা হয়, “আমেরিকার সঙ্গে হওয়া সব আলোচনায় স্পষ্ট করা হয়েছে যে, ইমারাতে ইসলামিয়ার কাছে স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

বিবৃতিতে দোহা চুক্তির প্রসঙ্গ টেনে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল—আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে কখনো শক্তি বা হুমকি ব্যবহার করবে না এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। সেই প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানায় আফগানিস্তান।

আমেরিকার অতীত পরাজয়ের দিকেও ইঙ্গিত করে আফগানিস্তান জানায়, যুক্তরাষ্ট্রের উচিত ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করে যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত নীতি গ্রহণ করা।

তালেবান সরকার আরও জানায়, শরিয়াহভিত্তিক নীতির আলোকে তারা একটি ভারসাম্যপূর্ণ ও অর্থনীতি-কেন্দ্রিক বৈদেশিক নীতি অনুসরণ করছে, যার মাধ্যমে সব দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান।

সূত্র: আরটিএ

এ জাতীয় আরো সংবাদ

ইজতেমার মাঠে স্মরণকালের বৃহৎ জুমা অনুষ্ঠিত

নূর নিউজ

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা

আনসারুল হক

যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি

নূর নিউজ