ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অধ্যয়নের জন্য সময় চাইছে হামাস

ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অধ্যয়নের জন্য হামাসের এখনো সময় প্রয়োজন। শুক্রবার (৩ অক্টোবর) গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির এক কর্মকর্তা এএফপিকে এ কথা জানান।

সম্প্রতি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই প্রস্তাব ঘোষণা করেন। ইতোমধ্যেই এটি হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে হামাসের নিরস্ত্রীকরণ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দীদের মুক্তি এবং ধীরে ধীরে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার। এরপর ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন হবে।

নাম প্রকাশ না করার শর্তে হামাস কর্মকর্তা বলেন, “হামাস এখনও পরিকল্পনা নিয়ে পরামর্শ করছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে, সময় প্রয়োজন।”

গত মঙ্গলবার ট্রাম্প প্রস্তাব দেওয়ার পর হামাসকে পরিকল্পনা গ্রহণের জন্য ‘তিন বা চার দিনের’ আল্টিমেটাম দিয়েছিলেন। প্রস্তাবটি আরব দেশগুলোসহ পশ্চিমা বিশ্ব শক্তিগুলো স্বাগত জানিয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, “পরিকল্পনায় কিছু উদ্বেগের বিষয় রয়েছে। আমরা শিগগিরই এ বিষয়ে আমাদের অবস্থান ঘোষণা করব।”

এদিকে, আজও গাজা অঞ্চলে ইসরায়েলি ভারী বিমান ও কামান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

হোয়াইট হাউজের সামনে সুরক্ষার দাবিতে সংখ্যালঘুদের ৩২টি সংগঠনের বিক্ষোভ

নূর নিউজ

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

আনসারুল হক

বাইডেনের সফরের সময়ই সৌদি নাগরিকদের নতুন সুখবর দিল যুক্তরাষ্ট্র

নূর নিউজ