ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতী মাহবুবুর রহমান কাসেমী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট আলেম, লেখক ও সমাজসেবক হাফেজ মাওলানা মুফতী মাহবুবুর রহমান কাসেমী। তিনি পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তরের খেলাফত মজলিসের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন, ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত’—এই প্রতিশ্রুতি ও আদর্শকে সামনে রেখে তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। তাঁর নির্বাচনী অঙ্গীকারে রয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়।

মুফতী মাহবুবুর রহমান কাসেমী একজন অভিজ্ঞ ও স্বনামধন্য আলেম। তিনি দারুল উলুম দেওবন্দ, ভারত থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি জামিয়া হোসাইনিয়া দারুল আরকাম মাদরাসার মোহতামিম ও শাইখুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি বাইতুল মা’মুর জামে মসজিদ (হাতিরঝিল, রামপুরা) এর খতিব ও বাইতুল মুমিন জামে মসজিদ (লালমাটিয়া, মিরপুর-১১)–এর পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

একজন লেখক ও গবেষক হিসেবে তাঁর বেশ কিছু গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে ‌‌‘দরসে ফারায়েয বা উত্তরাধিকার আইন, أوراق, শরয়ী পরিমাপ ও আধুনিক পরিমাপ, সিয়াম সাধনা, অযু-নামাজের রহস্য ও ফাযায়েল-মাসায়েল’।

এছাড়া, প্রকাশনার অপেক্ষায় রয়েছে দারুল উলুম দেওবন্দ সম্পর্কে স্বর্গীয় বার্তা, কোরবানীর ফাজায়েল ও মাসায়েল, ইসলাম ও সন্ত্রাসবাদ।

ঢাকা-১৬ আসনের সাধারণ জনগণের মধ্যে ইতোমধ্যে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এলাকায় শান্তিপূর্ণ সামাজিক কর্মকাণ্ড ও দ্বীনি খেদমতের জন্য তিনি পরিচিত।

নির্বাচনী প্রচারণা ও উদ্দেশ্য সম্পর্কে মুফতী মাহবুবুর রহমান কাসেমী বলেন, ‘আমার প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশে খেলাফতভিত্তিক একটি ন্যায়ভিত্তিক, কল্যাণকামী ও মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা। আমি বিশ্বাস করি, একটি সমাজ তখনই টিকে থাকে, যখন সেখানে সাম্য, সুবিচার এবং ধর্মীয় মূল্যবোধের স্থান থাকে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার সময় এখনই।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি রাজনীতি করতে আসিনি ক্ষমতার জন্য, এসেছি খিদমতের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা এবং সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার রক্ষা আমার অঙ্গীকার। আমার প্রতীক রিকশা—এটা শ্রমজীবী মানুষের প্রতীক, সাধারণ মানুষের প্রতীক। আমি সাধারণ মানুষের মুখপাত্র হয়ে সংসদে যেতে চাই, যেন তাদের দুঃখ-কষ্ট, আশা-আকাঙ্ক্ষার ভাষা সেখানে উচ্চারিত হয়।’

মুফতী কাসেমী বলেন, ‘আপনারা জানেন, আমি একজন মাদ্রাসাশিক্ষক, মসজিদের ইমাম, সমাজসেবক ও লেখক। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমি এই নির্বাচনী যাত্রায় নেমেছি। দোয়া করবেন, যেন সৎ পথে অটল থাকতে পারি এবং আপনাদের খেদমত করতে পারি।’

এ জাতীয় আরো সংবাদ

সিলেটে দুই মাসের শিশুকে গলাকেটে হত্যা, অর্ধেক গলাকাটা অবস্থায় বাবা হাসপাতালে

আনসারুল হক

কন‌স্টেবল থেকে এএস‌পি হলেন আব্দুল হাকিম

নূর নিউজ

সরকারি নিবন্ধনে কেন রাজী নন কওমী মাদরাসার নেতারা?

নূর নিউজ