তথ্য ফাঁসের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নূর নিউজ: ফোনে কথোপকথনে বিধিবহির্ভূত কাজ করায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তা দু’জনের একজন এস এম ফজলুল হক পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তা। অন্যজন নাজমুল হাসান তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি)।

মঙ্গলবার তাদেরকে সাময়িক বরখাস্তের বিষয়ে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারা দু’জন একটি বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বিরূপ আলোচনা করছিলেন ফোনের মাধ্যমে। পরে সেটি প্রকাশ পেয়ে যায়। এ ঘটনায় দেশব্যাপী আলোচনায়ও আসে। বিধিবহির্ভুতভাবে তথ্য ফাঁসের ঘটনায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

সাড়ে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিক আটক

আনসারুল হক

সচিবালয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি দল

Sufian Farabee

সয়াবিন তেল কুক্ষিগত করে রাখা সিন্ডিকেট ভেঙে দিতে হবে : হাইকোর্ট

নূর নিউজ